
Lakhir Bhandar Status 2023 : বাংলার মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য আবার বড় নির্দেশ নবান্নের । বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে । বর্তমানে সারা রাজ্যে মোট ১ কোটি ৮৮ লক্ষ বাংলার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাছেন । নবান্নের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৬৩ হাজারের উপর লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পত্র নানা ত্রুটির কারনে ঝুলে রয়েছে ।
এর মধ্যে আবার ১৪ হাজারের উপর কাস্ট সার্টিফিকেটের ত্রুটির কারনে অনুমোদন করা যায়নি । আর এই পরিস্থিতিতে রাজ্যের নারী ও শিশু কল্যান দফতর জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন দ্রুত এই নথিগত ত্রুটি সমাধান করার জন্য । এইপ্রসঙ্গে উল্লেখ্য প্রথম সারির মিডিয়ায় প্রকাশ আগামী বুধবার নবান্নে একটি বিশেষ বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । হয়তো সেই বৈঠকেই এই প্রকল্পের নতুন তথ্য তুলে ধরা হবে ।
আরও পড়ুনঃ Primary TET Mock Test English 7 : প্রাইমারি টেট মক টেস্ট – ইংরাজি
নবান্ন সূত্রে আরও জানা গেছে রাজ্যের জেলাশাসক , বিডিও , এসডিও দের নির্দেশ দিয়েছেন মে মাসের দ্বিতীয় সপ্তাহের আগেই সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে ।
দুয়ারে সরকার নিয়ে বুধবার মুখ্যসচিব প্রায় দেড় ঘণ্টা জেলাশাসক, বিডিও, এসডিও-দের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি, মুখ্যসচিব নির্দেশ দেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে সমস্ত অভিযোগগুলি হয়েছে, অবিলম্বে তার দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিশেষত, দুয়ারে সরকার শুরু হওয়ার পরপরই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে বলে সূত্রের খবর। সেই সমস্যার দূরীকরণ যাতে দ্রুত করে দেওয়া হয়, তা নিশ্চিত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব৷
আরও পড়ুন : Primary TET Mock Test Bengali 8 : প্রাইমারি টেট মক টেস্ট – বাংলা
অর্থাৎ বোঝা যাচ্ছে পঞ্চায়েত ভোটের আগেই সরকারি প্রকল্পের সুবিধা প্রদানে তৎপর হয়েছে প্রশাসন। সর্বোপরি প্রথম সারির মিডিয়ায় প্রকাশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আরও ১০ লক্ষেরও বেশি বাংলার মায়েরা পেতে চলেছেন । ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপকদের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ১ কোটি ৯৮ লক্ষ ।
একটি প্রথম সারির মিডিয়াতে আরও প্রকাশিত হয়েছে আগামী বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নবান্নে যে বৈঠক করতে চলেছেন হয়ত সেখান থেকেই এই নতুন উপভোক্তাদের আকাউণ্টে টাকা পাঠানোর উদ্বোধন করতে পারেন ।যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন বিভিন্ন ত্রুটির কারনে আটকে থাকে , হয়তো এবার সেই জট খুলতে পারে । এবং আপনার আকাউন্টেও ঢুকতে পারে টাকা ।
- Lakhir Bhandar Status 2023 : লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুখবর , এবার আপনার আকাউন্টেও ঢুকবে টাকাLakhir Bhandar Status 2023 : বাংলার মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য আবার বড় নির্দেশ নবান্নের । বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে । বর্তমানে সারা রাজ্যে মোট ১ কোটি ৮৮ লক্ষ বাংলার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাছেন । নবান্নের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৬৩ হাজারের উপর লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পত্র নানা […]
- Primary TET Mock Test English 7 : প্রাইমারি টেট মক টেস্ট – ইংরাজিPrimary TET Mock Test English 7 : প্রাইমারি টেট ইংরাজি বিষয়ের উপর দশটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে এই মক টেস্টটি । মক টেস্টটি দেওয়ার জন্য নিচের START বোতামে ক্লিক করুন – Join Our Primary TET Whatsapp Group – Click Here প্রাইমারি টেট সংক্রান্ত সবথেকে ভালো বইগুলি কিনতে নিচের লিংকে ক্লিক করুন
- Primary TET Mock Test Bengali 8 : প্রাইমারি টেট মক টেস্ট – বাংলাPrimary TET Mock Test Bengali 8 : প্রাইমারি টেট বাংলা বিষয়ের উপর দশটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে এই মক টেস্টটি । মক টেস্টটি দেওয়ার জন্য নিচের START বোতামে ক্লিক করুন – Join Our Primary TET Whatsapp Group – Click Here প্রাইমারি টেট সংক্রান্ত সবথেকে ভালো বইগুলি কিনতে নিচের লিংকে ক্লিক করুন–
- Primary TET Mock Test CDP 8 : প্রাইমারি টেট মক টেস্ট – শিশু মনস্তত্ত্বPrimary TET Mock Test CDP 8 : প্রাইমারি টেট শিশু মনস্তত্ব বিষয়ের উপর দশটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে এই মক টেস্টটি । মক টেস্টটি দেওয়ার জন্য নিচের START বোতামে ক্লিক করুন – প্রাইমারি টেট সংক্রান্ত সবথেকে ভালো বইগুলি কিনতে নিচের লিংকে ক্লিক করুন Join Our Primary TET Whatsapp Group – Click Here
- Primary TET Mock Test EVS 8 : প্রাইমারি টেট মক টেস্ট – পরিবেশ বিদ্যাPrimary TET Mock Test EVS 8 : প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা বিষয়ের উপর দশটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে এই মক টেস্টটি । মক টেস্টটি দেওয়ার জন্য নিচের START বোতামে ক্লিক করুন – Join Our Primary TET Whatsapp Group – Click Here প্রাইমারি টেট সংক্রান্ত সবথেকে ভালো বইগুলি কিনতে নিচের লিংকে ক্লিক করুন